fbpx
বাড়িরাজনীতিহুসেইন মুহম্মদ এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেঃ জিএম কাদের

হুসেইন মুহম্মদ এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেঃ জিএম কাদের

সচেতন বার্তা, ৬ জুলাই:কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বাঁচিয়ে রাখা হয়েছে। ওষুধ দিয়ে তার শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক রাখা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অবস্থার উন্নতির হলেও এখনো শঙ্কামুক্ত নন এরশাদ।

শনিবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বেঁচে আছেন কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা গুজবও ছড়িয়ে পড়ে। তাই তার দল জাতীয় পার্টির পক্ষ থেকে প্রতিদিনই তার শারিরীক অবস্থার সবশেষ পরিস্থিতি প্রেস ব্রিফ করে জানানো হচ্ছে।

শনিবার বেলা সাড়ে ১২টায় প্রেস ব্রিফ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, এখনো শঙ্কামুক্ত নন এরশাদ। কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাস চলছে। এ সময় তিনি চিকিৎসকের বরাত দিয়ে জানান, যেকোন সময় যে কোন দিকে যেতে পারে এরশাদের শারিরীক অবস্থা।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গত বৃহস্পতিবার থেকে লাইফ সাপোর্টে রয়েছেন সাবেক এই সামরিক শাসক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments