fbpx
বাড়িঘটনা-দুর্ঘটনারূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রুশ নাগরিক সের্গেই প্লেশাকত হৃদযন্ত্রের রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার বিকাল সাড়ে ৪টায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এনার্গোস্পেটসমতাঝ’ এ কর্মরত ছিলেন। প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে সের্গেই প্লেশাকত অসুস্থতা অনুভব করলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, রুশ নাগরিক সের্গেই প্লেশাকত গ্রীণসিটির ১১৫ নম্বর কক্ষে বসবাস করতেন। নিজ কক্ষে গুরুতর অসুস্থ হয়ে পরলে তাকে পাবনায় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments