fbpx
বাড়িজাতীয়বিএনপিকে আলোচনার জন্য আমন্ত্রণ সিইসির

বিএনপিকে আলোচনার জন্য আমন্ত্রণ সিইসির

বিএনপিকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়নি বরং আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সিইসি বলেন, বিএনপিকে আমন্ত্রণ সংলাপের জন্য জানানো হয়নি, আমন্ত্রণ জানানো হয়েছে অনানুষ্ঠানিকভাবে আলোচনার জন্য। বিএনপিকে আমন্ত্রণ জানানো সরকারের কোনো কূটকৌশলের অংশ নয়, সরকারের সংশ্লেষ নেই। ইসি কোনো কূটকৌশল থেকে এই চিঠি দেয়নি। কূটকৌশল হলে সেটা ইসির হতে পারে, সরকারের নয়। সরকারের পরামর্শেও চিঠি দেওয়া হয়নি।

সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন, মূল জিনিসটা হলো, আমরা কিন্তু সংলাপে আহ্বান করিনি, সংলাপ বিষয়টি আনুষ্ঠানিক। আমরা কোনোভাবেই ওনাদের সংলাপে ডাকিনি। আমরা সুস্পষ্টভাবে বলেছি, আনুষ্ঠানিক না হলেও, আনুষ্ঠানিক মানে সংলাপ; অন্তত অনানুষ্ঠানিক আলোচনায় আপনারা আসতে পারেন। অত্যন্ত বিনীতভাবে এ আহ্বান করেছি।

সিইসি বলেন, এটুকুই স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এ ব্রিফিং; যদি কোনো ভুল–বোঝাবুঝি হয়ে থাকে, সেটা যেন নিরসন হয়। চিঠি কমিশন থেকে দেওয়া হয়েছে। সরকারের পরামর্শ অনুযায়ী নয়। আমরা ব্যথিত হই, যখন বলা হয়, সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করি, আজ্ঞা বহন করিনি। আমরা নির্বাচন বিষয় নিয়ে আলাপ করে আমাদের চিন্তার মধ্যে ফুটে উঠেছে—বিএনপির মতো দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়।’

কৌশল থাকলেও বিএনপির সঙ্গে আলোচনার আগ্রহের কথা জানান সিইসি। তিনি বলেন, আমরা বলেছি, আপনাদের বিএনপির কোন কৌশল থাকলে তার ওপর ইসির কোনো মন্তব্য থাকবে না। তারপরও আমরা আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে। ফল ইতিবাচক হতেও পারে, না–ও হতে পারে, প্রয়াস থাকবে। প্রয়াস গ্রহণ করতে বাধা থাকা উচিত নয়।’

এ সময় সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments