fbpx
শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩
প্রচ্ছদঅন্যান্যবর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন :

বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন :

১৯৯৯ সালের ১৫ নভেম্বর যে ভোট চুরি হয়েছিল তার চেয়ে বেশি ভোট চুরি হয়েছে ২০১৮ সালে। এখন আর আমি ৯৯ সালের ভোট চুরির কথা বলতে চাই না।বুধবার ২৩ নভেম্বর বিকেলে ডাকবাংলো চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এ কথা বলেন।

এ সময় তিনি নির্বাচন কমিশনার প্রসঙ্গে বলেন, আবু হেনা মেরুদণ্ডওয়ালা নির্বাচন কমিশনার ছিলেন। আর বর্তমান যারা নির্বাচন কমিশনার তারা হলেন মেয়েও না ছেলেও না। মেরুদণ্ডহীন তৃতীয় লিঙ্গের লোক।

১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ আসনে জাতীয় সংসদ উপনির্বাচনে সরকার জনগণের ভোটের অধিকার হরণের প্রতিবাদে সখীপুরে জনসভা করে কৃষক শ্রমিক জনতা লীগ।

এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, কয়েক দিন যাবত শুনছি বন বিভাগ নোটিশ দিয়েছে বাড়িঘর ছেড়ে দিতে হবে। এ সব জমিতে রয়েছে মা-বাবার কবর, বাড়ি-ঘর ও ফসল আবাদের জায়গা।তিনি বন বিভাগকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এক ইঞ্চি জমির মধ্যে যদি বন বিভাগ মাতব্বরি করতে যায় তাহলে আমাকে খবর দিবেন। তাদের সখীপুর থেকে বের করে দেয়া হবে।

RELATED ARTICLES
- CDM HOSPITAL -

সর্বশেষ