fbpx
বাড়িখেলাধুলাস্বস্তি নিয়ে দিনশেষ টাইগারদের

স্বস্তি নিয়ে দিনশেষ টাইগারদের

দিনের খেলার শেষ ভাগে উইকেট হারানোর ‘বদঅভ্যাস’ এড়িয়ে হাসিমুখেই মাঠ ছেড়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান। ১৯ ওভারে বিনা উইকেটে ৭৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। তবে মাথায় থাকবে কালকের দিনটা—এই টেস্টের মাস্তুল কোন পথে কে পরিচালনা করবে, তা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে কাল তৃতীয় দিনের খেলায়।

শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে ৩২১ রানে পিছিয়ে বাংলাদেশ। তামিম-মাহমুদুল জানেন, কাজ কেবল শুরু। শেষের আগে এখনো অনেক পথ। ৫ চারে ৬৬ বলে ৩১ রানে অপরাজিত মাহমুদুল। ৪ চারে ৫২ বলে ৩৫ রানে অপরাজিত তামিম।

সেই পথ শুরুর আগে মানে, বাংলাদেশ ব্যাটিংয়ে নামার আগে ম্যাচের পরিস্থিতি একরকম ছিল না। নিজেদের প্রথম ইনিংসে ১৫৩ ওভারে ৩৯৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এর মধ্যে শ্রীলঙ্কা ৯০ ওভারে ৪ উইকেটে ২৫৮ রান তুলেছে প্রথম দিনের খেলা শেষে। অর্থাৎ, আজ দ্বিতীয় দিনে ৬৩ ওভার টিকেছে শ্রীলঙ্কার ইনিংস, ৬ উইকেটে রান উঠেছে ১৩৯।

বোলারদের প্রশংসা তাই করতেই হয়। বিশেষ করে নাঈম হাসান—১৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে করেছেন টেস্টে নিজের সেরা বোলিং; ৩০-৪-১০৫-৬। সাকিব ৬০ রানে ৩ উইকেট নেন। জহুর আহমেদ চৌধুরীর ব্যাটসম্যানবান্ধব বাইশ গজে পেসারদের উইকেট নেই, ১০টি উইকেট ভাগ করেছেন তিন স্পিনার। সবচেয়ে বেশি ৪৮ ওভার বলা করা তাইজুল ইসলামের শিকার ১ উইকেট।

বাংলাদেশের শুরুটা ছিল সাবধানি। দ্বিতীয় ওভারেই আসিথা ফার্নান্দোর বলে দ্বিতীয় স্লিপে তামিমের ক্যাচ ফেলেন কুশল মেন্ডিস। বলটি অবশ্য ‘নো’ ছিল, তবে তামিম শুরুতে একটু নড়বড়ে হলেও পরে সামলে নেন সহজাত ব্যাটিংয়ে। দারুণ কিছু ড্রাইভও খেলেন অফ সাইডে। মাহমুদুল অন্য প্রান্তে আরও বেশি সাবধানি ছিলেন। শেষ সেশনে ১৯ ওভারে গড়ে ৪ রান করে তুলেছে বাংলাদেশ। ইতিবাচক ব্যাটিং তো বটেই। তবে কাল তামিম-মাহমুদুলের ব্যাটে অনেক কিছুই নির্ভর করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments