fbpx
বাড়িখেলাধুলাক্রিকেটকরোনা পরিস্থিতির কারণে বাতিল হল এশিয়া কাপ

করোনা পরিস্থিতির কারণে বাতিল হল এশিয়া কাপ

করোনা পরিস্থিতিতে বাতিল হয়ে গেল এশিয়া কাপ! জানিয়ে দিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। আগামী জুনে দ্বীপরাষ্ট্রে বসছে না এশিয়ার সেরা হওয়ার লড়াই। গতবছর এই টুর্নামেন্টে পাকিস্তানে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছিল কেভিডের কথা মাথায় রেখেই। পরে তা পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরিত হয়। কিন্তু শ্রীলঙ্কাও এশিয়া কাপ আয়োজন করার ঝুঁকি নিল না।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, করোনা পরিস্থিতিতে জুন মাসে কোনোভাবেই এই টুর্নামেন্ট করা সম্ভব নয়। ২০২৩ আইসিসি বিশ্বকাপের আগে আর এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়। কারণ এশিয়া কাপে অংশ নেওয়া দেশগুলির আগামী দু’বছর যে ঠাসা ক্রীড়াসূচি থাকবে, তার মধ্যে এশিয়া কাপের জায়গা হবে না কোনো।

যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নবনিযুক্ত প্রধান ও বিসিসিআই সচিব জয় শাহ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেননি এই বিষয়ে। সম্প্রতি দক্ষিণ এশিয়ায় যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে, তার জেরে শ্রীলঙ্কাও ভয় পেয়েছে।

সূত্র: জিনিউজ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments