fbpx
সোমবার, জুন ৫, ২০২৩
প্রচ্ছদঘটনা-দুর্ঘটনাবান্দরবনে নিজবাড়ির সংলগ্ন বাগানে ছেলের লাশ দেখলেন মা

বান্দরবনে নিজবাড়ির সংলগ্ন বাগানে ছেলের লাশ দেখলেন মা

বান্দরবানের লামায় বসতবাড়ির সাথের বাগানের মধ্যে ছেলের লাশ পড়ে থাকতে দেখে নিহতের মা ফাতেমা বেগম চিৎকার দেন। তাই শুনেই আশেপাশে থেকে লোকজন ঘটনাস্থলে আসেন। তারপরই লামা থানায় বিষয়টি জানানো হয়।

লামার রুপসীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার মুকবুল হোসেন প্রকাশ জাবের ও ফাতেমা বেগমের ছেলে মৃত মো. সায়েদুল ইসলাম (২৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল হক জানান যে, খবর পাওয়া মাত্র তৎক্ষনাৎ অফিসার ইনচার্জের নির্দেশে অন্য পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। আমরা লাশটি বাড়ির আঙ্গিনায় পাই। তারপর প্রাথমিক সুরতহাল শেষে বিকেলে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- CDM HOSPITAL -

সর্বশেষ